
ঝিকরগাছায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের পরিশ্রমের ফসল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া–শংকরপুর মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু, যিনি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী, জানান, জীবিকার পাশাপাশি তিনি ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে অল্প সময়েই সব পুড়ে যায়।
রাজু চোখের জল মুছতে মুছতে বলেন, “সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর অবশিষ্ট নেই। কে বা কারা আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছা করে ক্ষতি করার জন্যই এটা করা হয়েছে।”
তার স্ত্রী জানান, “কষ্ট করে আমরা ধান চাষ করি। এমনকি জোন না নিয়ে নিজেরাই ধানের পরিচর্যা করি। পরিচর্যা করতে যে টাকা খরচ হয়, সেই টাকা আমাদের সন্তানদের লেখাপড়ার জোগান দেয়।”
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, “এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”