
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় এক ডিলারকে ছুরিকাঘাত করে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানের বিরুদ্ধে। ঘটনা ঘটে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুন্দিপুর মাদরাসা মোড়ে। আহত ডিলার আশরাফুল কুন্দিপুর গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে, বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।
আশরাফুল জানান, তিনি সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ঝিকরগাছার ডিলার। করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। কয়েকদিন ধরে আহাদ কাজে আসা বন্ধ করে দেন এবং বকেয়া টাকা জমা দেননি। টাকা ও হিসাব চাইলে মোবাইলে তর্কবিতর্ক হয়।
রাতে আশরাফুল ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে আহাদ, স্থানীয় ফুচকা বিক্রেতা রাকিব ও জুয়েল তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন এবং প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেন। আশরাফুলের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে ফুচকা বিক্রেতা রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বলেন, আশরাফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসা চলছে, পরীক্ষার রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, আহাদকে হেফাজতে রাখা হয়েছে। রাতে আহত পক্ষ মামলা করার কথা বললেও, সকালে তারা মামলা করতে চাইছেন না এবং ছিনতাইয়ের ঘটনাটিও হয়নি বলে দাবি করেছেন। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।