
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. রনী খাতুনের কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ (৮৬) আসনের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, মো. রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর মো. আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য মাস্টার ইমদাদুল হক, মো. রফিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, এবারের নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে—যেমনটি অতীতেও দিয়েছে।”
তারা আরও বলেন, নির্বাচনী আইন মেনে চলার বিষয়ে জামায়াত নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক থাকবে এবং একই সঙ্গে সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আইন মেনে চলার জন্য উদার আহ্বান জানান।