
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে ‘আমার বাংলাদেশ পার্টি’ মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম রোববার (২৫ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক ভোটার ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সিরতাজ আহমদ জালালি ও মুসাহিদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও জমিয়ত নেতারা। স্থানীয় মুরব্বিদের মধ্যে ছিলেন তালুগাঁও গ্রামের আব্দুস সালাম, সাবেক মেম্বার নুর মিয়া ও নজিবুর রহমান।
প্রার্থী সৈয়দ তালহা আলম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেন এবং জয়কলস ইউনিয়নের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটাররা জলাবদ্ধতা নিরসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
গণসংযোগে জয়কলসের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।