শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটার হাফেজ জাকির হোসাইন সঞ্চালনায় ও পৌর জামাতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সুরাও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা আমীর উপাধ্যক্ষ মাও.আকবর আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি, মাওলানা সালাউদ্দিন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ কে এম ফরিদ উদ্দিন, ইসলামি ছাত্রশিবির ছাতক পৌর শাখা সভাপতি তাজুল ইসলাম, উপজেলা সভাপতি মাসুদ, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজইসলাম আলী,ইসলামপুর ইউনিয়ন আব্দুল আজিজ, নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফেজ কাউসার আলম, সাবেক কাউন্সিলর ফজলুর রহমান, প্রমূখ।
বক্তারা বলেন , প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।