
জাতীয় নির্বাচনের আগে ইসির ২৩ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের মোট ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
বদলির তালিকায় ২১ জন নির্বাচন কর্মকর্তা এবং দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনা শক্তিশালী ও গতিশীল করতে এই পুনর্বিন্যাস করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো আরও দৃঢ় করতেই এ উদ্যোগ।