
নীলফামারী প্রতিনিধি: মোঃ রাব্বি রহমান
নীলফামারীর জলঢাকায় ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল ইসলামীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২০ নভেম্বর সরেজমিনে গেলে দেখা যায়, একাডেমী ভবনের দ্বিতীয় তলার দুইটি রুম এবং তৃতীয় তলার একটি হলরুমে পরীক্ষার্থী সারিবদ্ধভাবে বসলেও, শিক্ষার্থীর সঠিক সংখ্যা নিয়ে কোনো হিসাব পাওয়া যায়নি।
পরীক্ষার দায়িত্বে থাকা সমাজ বিজ্ঞান শিক্ষক আবিদ হোসেন জানান, “কতজন পরীক্ষায় অংশ নিয়েছে তার কোনো হিসাব আমাদের কাছে নেই।”
উল্লেখ্য, ২০২৫ সালে গভর্নিং বডির নির্বাচনে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। ৩০ অক্টোবর অনুষ্ঠিত ত্রিবার্ষিক নির্বাচনে ৪৫৩ জন ভোটারের মধ্যে এবতেদায়ী থেকে ফাজিল পর্যন্ত শিক্ষার্থীরা ভোটার ছিলেন। নির্বাচনে তিন পদে আটজন প্রার্থী অংশ নেন। ভোট চলাকালীন একই শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানে ভর্তির অভিযোগ ওঠে। এ নিয়ে ২৮ অক্টোবর অভিভাবক সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।