শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির চারজন সংসদ সদস্য পদপ্রার্থী।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে পৃথক খণ্ড মিছিল নিয়ে জড়ো হন চার মনোনয়নপ্রত্যাশী—
যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার,
বিএনপি নেতা মেজর (অব.) সৈয়দ আলী আশফাক শামী,
বিএনপি নেতা নাদির আহমদ,
এবং বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন।
পরে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচি শেষে জনসমাগমে তা গণমিছিলে রূপ নেয়। নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আবিবুল বারী আয়হান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ কয়েস।
সভায় বক্তব্য রাখেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী নাদির আহমদ,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন,
যুক্তরাজ্যের সুইডেন বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী এম এ কাহার,
এবং মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) আলী আশফাক শামী।
এ সময় উপস্থিত ছিলেন—
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,
উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন,
আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,
বিএনপি নেতা আব্দুস সাত্তার, লালা মিয়া, নুর মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা,
যুবনেতা সুহেদ আহমদ, লেবু মিয়া, তাজুল জিম্মাদার, আবাব মাষ্টার, মিজানুর রহমান, নাজমুল হকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন—
“সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমাদের মধ্যে যাকেই দলীয় হাই কমান্ড মনোনয়ন দিক না কেন, তার বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো।”