
জগন্নাথপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বিশাল র্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশগ্রহণে বিশাল র্যালি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জগন্নাথপুরের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমি এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই—তাই আপনাদের সমর্থন ও ধানের শীষে ভোট চাই।”
তিনি আন্দোলন-সংগ্রামে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবসমাজকে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, এবং উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডাঃ সৈয়দ মারজান, ডাঃ শহিদ্দুল্লাহ, ও ডাঃ মান্না দে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে জগন্নাথপুরে দিনজুড়ে ছিল যুবদল নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস ও ঐক্যের দৃঢ় প্রকাশ।