শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের আয়োজনে পৌর এলাকার হবিবনগরস্থ রিসোর্স সেন্টারে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে ও প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়াবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার ,বৃটিশ বাংলা এডুকেশন ট্ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সালমান খালেদ চৌধুরী, ট্রাস্টি এম এ সাত্তার, সুজাতুর রেজা, সাবেক ট্রেজারার আব্দুল সাহিদ (শহীদ, ইসলামী ব্যাংক, জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালী উল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই
বক্তব্য রাখেন- জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষনার্থী ও শিক্ষার্থী নাঈমা বেগম, মারুফা আক্তার।
শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের রিসোর্স সেন্টারের শিক্ষার্থী মাহিন আহমেদ। গীতা পাঠ করেন বর্ষা নাথ। পরে রিসোর্স সেন্টারের সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।