
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৪–২৬-এর আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৪৯৭৫ জন কৃষক বোরো ধান, গম, সরিষা, চিনাবাদাম ও সূর্যমুখীসহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই প্রণোদনা সুবিধা পেয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ বলেন,
“সরকারের এই প্রণোদনা কৃষকদের আরও উৎসাহিত করবে। ফলে উপজেলায় বোরোসহ রবি মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি বড় সহায়তা।”
বীজ ও সার সময়মতো পেয়ে উৎপাদন ব্যয় কমবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে কৃষকরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগে জগন্নাথপুরে রবি মৌসুমি ফসল উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মতামত দিয়েছেন।