
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
গণঅভ্যুত্থান-পরবর্তী জটিল পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জিং সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া টানা ১০ মাসের দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, সাহস, পেশাদারিত্ব ও গভীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সদ্য তিনি সিলেট জেলার বালাগঞ্জ থানায় বদলি হয়েছেন। তবে তাঁর রেখে যাওয়া কর্মচিহ্ন ও স্মৃতি জগন্নাথপুরবাসীর হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকবে এমনটাই মনে করছেন সকলে।
ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার আচরণে ছিল এক বিরল অমায়িকতা। তিনি কথা বলতেন সম্মান দিয়ে, শুনতেন ধৈর্য ধরে, আর মানুষের সমস্যাকে দেখতেন মানবিক বিবেচনায়। সীমাবদ্ধতা ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও জগন্নাথপুর উপজেলা বাসীদের সুস্থির ও নিরাপদ রাখার যে আন্তরিক প্রচেষ্টা তিনি চালিয়েছেন—তা তাঁর নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের প্রমাণ বহন করে।
সাম্প্রতিক দুর্গাপূজাসহ নানা সময় নানারকম ষড়যন্ত্র ও অস্থিরতা প্রতিরোধে তিনি নিরলস পরিশ্রম করেছেন। রাতদিন উপজেলার নানা এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনা, বিরোধ বা সংকট মুহূর্তে যেকোনো সময়ে ফোন করলেই তাঁকে পাওয়া যেত—এমন নিবেদিত কর্মস্পৃহা সচরাচর দেখা যায় না। টানা চাপ, দৌড়ঝাঁপ ও নির্ঘুম দায়িত্ব পালনের ফলে তিনি অসুস্থও হয়েছিলেন, কিন্তু দায়িত্ববোধ কখনো শিথিল হতে দেননি।
মানুষ মাত্রেই ভুল থাকতে পারে—কিন্তু সমাজ ও রাষ্ট্রের উন্নতির স্বার্থে ভালো মানুষের অবদানকে মূল্যায়ন করা প্রয়োজন। সেই পরিমণ্ডলে জগন্নাথপুর থানায় তাঁর দায়িত্বশীলতা, প্রজ্ঞা ও মানবিক সেবাকে জগন্নাথপুরবাসী সর্বদা সম্মানের চোখে দেখবে।
বালাগঞ্জ থানায় তাঁর নতুন কর্মস্থল হোক আরও সুন্দর, সুগম ও সফলতার আলোকবর্তিকা—এমন শুভকামনা জানিয়েছেন জগন্নাথপুরের সর্বস্তরের মানুষ।