
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলে নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. মুরসালিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৯ নভেম্বর) তিনি ছাতক সার্কেলে যোগদান করেন।
নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সুনামগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএসপি শেখ মো. মুরসালিন পূর্বে ১০ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস এর মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সেবামূলক মনোভাব নিয়ে তিনি ছাতক সার্কেলের আইনশৃঙ্খলা রক্ষায় নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।