
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এসময় তার সঙ্গে ছিলেন জেএসডির জেলা কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, এবাদত হোসেন, নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম। এছাড়া দলীয় বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর ফজলুর ইসলাম খাঁন সুমন সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন।
উল্লেখ্য, প্রার্থীর বাবা মরহুম এহসান আলী খাঁন এই আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। ফজলুর ইসলাম খাঁন সুমন বাবার পদচিহ্ন অনুসরণ করে এই আসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।