
জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রফেসরের পরিবারও উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। বক্তারা জানান, প্রফেসর মুসলিমা খাতুনের মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীর প্রতি আন্তরিকতা আজও স্মরণীয়, এবং তার স্মৃতিতে এই বৃত্তি ব্যবস্থা ভবিষ্যতেও চালু থাকবে।