
বিনোদন ডেস্ক—
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন দৃশ্যে হাজির হতে হয়। এর মধ্যে ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যও থাকে। কিন্তু ক্যামেরার সামনে এসব দৃশ্য মোটেও রোমান্টিক নয়—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবল।
গিরিজা বলেন, শুটিংয়ের সময় রোমান্সের কোনো অনুভূতি থাকে না। তিনি জানান, ‘‘শব্দ ঠিক রাখতে এসি বন্ধ করা হয়, সবাই ঘামে ভিজে যায়। শরীরে মাইক, পাশে কেউ হেয়ার ড্রায়ার দিচ্ছে, কেউ চুল ঠিক করছে, কেউ আলো ঠিক করছে—এত মানুষের সামনে রোমান্স কেমন হবে?’’
চুম্বন দৃশ্য নিয়েও মন্তব্য করেন তিনি। গিরিজার ভাষায়, ‘‘একবার কেউ জিজ্ঞেস করেছিল পর্দায় চুমু খাওয়ার অনুভূতি কেমন। বলেছিলাম—কার্ডবোর্ডে চুমু খাওয়ার মতো, কোনো আবেগ থাকে না। পুরো ব্যাপারটাই যান্ত্রিক।’’
গিরিজা আরও জানান, অনেক সময় ক্লোজআপ শটের জন্য বিপরীত চরিত্রের অভিনেতা–অভিনেত্রী সেটে থাকেন না, যা দৃশ্যটিকে আরও প্রযুক্তিগত করে তোলে।
এর আগেও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’–তে গুলশানের বিপরীতে অভিনয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কেমন ছিল, সে প্রসঙ্গেও তিনি বলেছিলেন—সেটেই ইনটিমেসি কোঅর্ডিনেটর উপস্থিত থাকেন, আগে থেকেই আলোচনা হয় কোথায় কাট হবে, কতটুকু দেখানো হবে, যাতে সবাই স্বচ্ছন্দ থাকে।
তবে গুলশানের সঙ্গে কাজ করতে অস্বস্তি হয়নি বলেও জানিয়েছেন গিরিজা। বরং অভিনেতা তার প্রশংসা করেছিলেন বলেও জানান তিনি।