
নিয়মিত অফিসে উপস্থিত হয়ে প্রশাসনকে উপহাস!**
নিজস্ব প্রতিবেদক
শিবালয়, মানিকগঞ্জ
০৯ ডিসেম্বর ২০২৫
আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও মামলার আসামি মোঃ সিরাজুল ইসলামকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরও বিস্ময়ের বিষয়—পরোয়ানাভুক্ত এই ব্যক্তি প্রতিদিন কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং নির্দ্বিধায় অফিসে আসা–যাওয়া করছেন। এতে এলাকাবাসীর মনে প্রশ্ন—একজন পরোয়ানাভুক্ত আসামি যখন প্রকাশ্যে ঘুরে বেড়ান, তখন পুলিশ কী করছে?
এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তা বিচারপ্রার্থী মানুষের আস্থা মারাত্মকভাবে নষ্ট করছে।
আইনজীবীরা জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামিকে গ্রেফতার করা পুলিশের বাধ্যতামূলক দায়িত্ব। পরোয়ানা কার্যকর না হওয়া অস্বাভাবিক এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও তারা মত দেন।
এ বিষয়ে শিবালয় থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো স্পষ্ট ব্যাখ্যা মিলেনি। তারা শুধু বলেন,
“আসামিকে খুব শিগগির আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। ভুক্তভোগীসহ সাধারণ মানুষ দ্রুত মোঃ সিরাজুল ইসলামের গ্রেফতার এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।