
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশার ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে অভিনব কায়দায় পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা–সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উরশীউড়া গ্রামের মো. আশেক ভূইয়ার ছেলে মো. রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মো. সুলাইমান (২৩)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘরস্থ বাদশাহ অটোগ্যারেজের সামনে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি আটকে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সিএনজিতে থাকা চারটি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৩৫ কেজি সাইজের তিনটি সিলিন্ডারে ১৫ কেজি করে মোট ৪৫ কেজি এবং ১২ কেজি সাইজের একটি সিলিন্ডারে ৫ কেজি গাঁজাসহ মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান।
ঘটনার পর ডিএনসি’র উপপরিদর্শক ফয়েজ আহাম্মদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।