
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় গত এক বছরে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া মোট ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন গোলাপগঞ্জ থানার এএসআই বেলাল।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে হস্তান্তর করেন এএসআই বেলাল।
মোবাইল ফিরে পেয়ে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। এএসআই বেলালের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের মোবাইল ফিরে পেয়েছি।”
এ বিষয়ে এএসআই বেলাল বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারাটাই আমাদের সাফল্য।
সচেতন মহলের মতে, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করবে এবং অপরাধ দমনেও ইতিবাচক ভূমিকা রাখবে।