
মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটিতে দীর্ঘদিন ধরে সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা হলেও সম্প্রতি স্থানীয়দের সরাসরি তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন তমা আক্তার (২৮), সাথি আক্তার (২০), শামীমা আক্তার (২২), বর্ষা (১৮) এবং সুমন মিয়া (২৫)।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম আজাদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।