
আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সচেতন করার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুর চেয়ারম্যান বাড়িতে একটি বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় খোর্দ্দ রসুলপুর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলা, ভুট্টা ও বিভিন্ন শাকসবজির প্রদর্শনী প্লটের সাফল্য তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, রেজিওনাল অফিসার, SAPP রেঞ্জ প্রকল্প, রংপুর অঞ্চল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম (কৃষিবিদ ও সম্প্রসারণ অফিসার), মোঃ মোস্তাফিজুর রহমান (কৃষি উপসহকারী), মোঃ শেখ সাদী ও মোঃ তৈয়েবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম মন্ডল।
মাঠ দিবসে বক্তারা বলেন, “সনাতন কৃষি পদ্ধতি পরিবর্তন করে আধুনিক লাভজনক কৃষি প্রযুক্তির দিকে যেতে হবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, তাই কৃষকদের জন্য উন্নত মানের বীজ, সার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।”
প্রদর্শনী প্লটের কৃষক মোঃ আব্দুল করিম মন্ডল তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে আমার জমিতে আগের তুলনায় প্রায় ১০০% ফলন বৃদ্ধি পেয়েছে এবং খরচও কম হয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। তারা সরেজমিনে প্রদর্শনী প্লট ঘুরে দেখে নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পরে উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন পরামর্শমূলক লিফলেট বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ শেখানো। আশা করি, এ প্রদর্শনী দেখে আশেপাশের কৃষকরাও উন্নত জাতের ফসল চাষে উৎসাহিত হবেন।”