খুলনার ময়ূর ব্রিজ বাইপাস হয়ে উঠেছে ‘মরণফাঁদ’
মো: মিরাজ শেখ খুলনা জেলা প্রতিনিধি
খুলনা: দীর্ঘদিনের সংস্কারহীনতা ও অব্যবস্থাপনার কারণে খুলনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ ময়ূর ব্রিজ বাইপাস সড়ক বর্তমানে এক ভয়ঙ্কর ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
ময়ূর ব্রিজ থেকে জয়বাংলা মোড় পর্যন্ত এই বাইপাসটির বড় অংশ দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অসংখ্য ছোট-বড় গর্ত ও ধুলাবালি বর্ষা ও শুষ্ক মৌসুমে যাত্রী, চালক ও পথচারীদের জন্য মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করছে।
সড়কের বেহাল দশার কারণে প্রতিদিনই অটোরিকশা, ইজিবাইক, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন গর্তে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। আহত হওয়ার ঘটনাও ঘটছে। গর্ত ও ধুলাবালির কারণে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, এবং ধুলা দূষণের কারণে স্থানীয়রা অসুস্থ হয়ে পড়ছেন।
এ ছাড়াও সড়কের দারিদ্র্যজনিত অবস্থার কারণে আশপাশের ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।













