খুলনায় শুরু ‘আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫’
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনা, ০৫ নভেম্বর ২০২৫: খুলনা সদর থানা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জমজমাটভাবে শুরু হয়েছে ‘আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫’।
তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় বুধবার (০৫ নভেম্বর)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেসিসি’র ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। ক্রিকেট শুধু শারীরিক সুস্থতাই নয়, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের এই টুর্নামেন্ট যুবশক্তির উত্থানের প্রতীক।”
তিনি খুলনা সদর থানা যুব ও ক্রীড়া বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।













