
নুর ইসলাম মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
রাজধানীর মিরপুরে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন মাগুরার আলোকদিয়া গ্রামের রাশেদা আক্তার। ২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি ট্রলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
নিহত রাশেদা সম্প্রতি আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় এসেছেন। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে মিরপুরে তার বোনের বাসার সামনে প্রতিবেশী নয়ন ইসলামের সঙ্গে তর্ক হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
নিহতের পরিবার ও স্বজনরা অভিযোগ করেছেন, নয়ন ইসলাম দীর্ঘদিন ধরে রাশেদাকে উত্যক্ত করছিল। তারা দাবি করেন, নয়নই শ্বাসরোধ করে তাকে হত্যা করে হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে। ঘটনার পর নয়নের পরিবার এলাকা থেকে পালিয়ে গেছে।
২৩ ডিসেম্বর ঢামেক মর্গে লাশ শনাক্ত করা হয়েছে। মিরপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আজম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।