
তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নিচে সড়কের এক পাশে ড্রেন থেকে উত্তোলিত মাটি ও আবর্জনার স্তূপ ফেলে রাখায় যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কারের সময় এসব বর্জ্য তোলা হয় বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে ফুটপাত ঘেঁষে ড্রেনের বর্জ্য দীর্ঘ সারিতে ফেলে রাখায় রাস্তার একাংশ সংকুচিত হয়ে পড়েছে। ফলে বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং ব্যস্ত সময়গুলোতে যানজট বৃদ্ধি পাচ্ছে। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রয়োজনীয় হলেও ব্যস্ত সড়কের পাশে এভাবে বর্জ্য ফেলে রাখায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত বর্জ্য অপসারণ করে সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে এবং খুব শিগগিরই সড়কের পাশ থেকে ড্রেনের বর্জ্য সরিয়ে নেওয়া হবে।