
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম (বিশেষ প্রতিনিধি)
কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলে আজ প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় এবং কনকনে ঠাণ্ডায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে ভোর ও সকালঘণ্টায় দৃশ্যমানতা কয়েক মিটারের মধ্যে নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে সড়ক ও গ্রামীণ পথ প্রায় অদৃশ্য হয়ে পড়ে। ফলে মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
প্রচণ্ড শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও বয়স্করা। অনেক এলাকায় খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে না পারায় আয়-রোজগারে প্রভাব পড়েছে। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে ও ভারী পোশাক পরে দিন কাটাচ্ছেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলমান শীত ও কুয়াশার প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সকাল ও রাতের সময়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।