কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল জেলা শহরের গুরুদয়াল কলেজ মাঠে সমবেত হয়। পরে বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথকলা ময়দানে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়জুল করিম মুবিনের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে গুরুদয়াল কলেজ মাঠে জেলা বিএনপির মূল কর্মসূচির সাথে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরায়েল মিয়া, জেলা যুবদলের সভাপতি জি এস শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, জেলা ছাত্রদলের শরিফুল আলম নিশাত, ওয়াকির আহমেদ, তারিকুজ্জামান পানেল, মাসুম বিল্লাহ, এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জজ কোর্টের আইনজীবীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
বক্তারা বলেন, সঠিক সময়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। অন্যায়কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা। বক্তারা আরও জানান, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তবে দেশের সংকট মোকাবিলা করে জনগণের পাশে থাকবে।