
জামাল উদ্দিন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুরুল আলম নুরু (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মাতাব্বরহাট মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাথরের ব্লকের নিচ থেকে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্লক সরিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নুরুল আলম নুরু চর জগবন্ধু গ্রামের বশির আহমেদের ছেলে। তিনি ২নং সাহেবেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং নদী বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজে যুক্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় থানার কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।