স্টাফ রিপোর্টার
মোঃ মাসুম বিল্লাহ
বাংলার জনপদে যতদিন অন্যায়, বৈষম্য আর মানবতার বিপর্যয় থাকবে, ততদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর গান, কবিতা আর বিদ্রোহী চেতনায় বেঁচে থাকবেন। সেই অমর কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন গতকাল পরিণত হয়েছিল স্মৃতিচারণা ও প্রেরণার এক উজ্জ্বল কেন্দ্রে।
গ্রামীণ পাঠাগারের সাধারণ গৃহে মৃদু আলোয় ভাসছিল মানুষের আবেগ—কবির কবিতা আবৃত্তি, স্মৃতিচারণা আর আলোচনার মধ্য দিয়ে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ। পাঠাগারের পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোঃ রেজাউল কবির, আর প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন শাহীন।
অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন সরকারি স্বরূপকাঠি কলেজের প্রভাষক মোঃ ছবুর, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হকসহ আরও অনেকে। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ শাহাবুদ্দিন খান। বক্তারা নজরুলের কর্মময় জীবন, সাহিত্য, সংগীত ও ইসলামী চেতনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন—নজরুল কখনও মরেননি; তিনি আজও বেঁচে আছেন অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের জয়ধ্বনিতে।
অনুষ্ঠানের শেষে কবিকে উৎসর্গ করে কবিতা আবৃত্তি, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ শেরজাহান খান, সাবেক গ্রন্থাগারিক মোঃ সিদ্দিকুর রহমান খান, বর্তমান গ্রন্থাগারিক শামসুন্নাহার সুমি, পাঠাগারের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্রোহী কবির জীবন ও সাহিত্য নতুন প্রজন্মকে আলোকিত করুক—এই প্রত্যাশায় শেষ হয় বয়া গ্রামের পাঠাগারের আবেগঘন স্মরণসভা।