আমার সকাল ২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা আরও বৃদ্ধি করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, সরকারি বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ নভেম্বর ২০২৫ থেকে:
মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
১ জুলাই ২০২৬ থেকে:
বাড়িভাড়া ভাতা হবে মূল বেতনের মোট ১৫ শতাংশ (৭.৫% + অতিরিক্ত ৭.৫%), সর্বনিম্ন ২,০০০ টাকা।
সরকার ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে। সেগুলো হলো:
পরবর্তী বেতনস্কেলে এই সুবিধা সমন্বয় করতে হবে।
শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ অবশ্যই নিম্নোক্ত নীতিমালার আলোকে হতে হবে:
বেসরকারি স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১
মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)
ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠান নীতিমালা–২০১৮ এবং সরকার কর্তৃক প্রণীত পরবর্তী নির্দেশনা।
এই ভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া পাওনা দাবি করা যাবে না।
ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে।
ভবিষ্যতে যদি কোনো অনিয়ম দেখা যায়, তাহলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন।
সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও (সরকারি আদেশ) জারি করে তার ৪ কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে পৃষ্ঠাঙ্কনের জন্য।