
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি
সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে উলিপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। উলিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি মমিনুল ইসলাম রুহুল আমিন রুকু, দৈনিক ঢাকা, দৈনিক প্রথম খবর ও বার্তা সম্পাদক, মাসিক যায় যায় বেলা, শাহিনুল ইসলাম, দৈনিক নতুন দিন, প্রতীক কুমারসহ ইউনিটির অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন, “এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে।” তিনি আরও জানান, নির্বাচনকালীন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কেন্দ্রগুলোর অবকাঠামো পরিদর্শন এবং নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় সাংবাদিকরা উপজেলা সমস্যা, নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জ, ভোটার নিরাপত্তা ও তথ্যপ্রবাহ নিয়ে মতামত প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে আইনশৃঙ্খলা জোরদার, গুজব প্রতিরোধ এবং সাংবাদিকদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।