উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি, আমার সকাল ২৪
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে হায়দার আলী (৩০) নামে এক ঘরজামাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে হায়দার আলী ওই গ্রামের কাশেম মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। দুই দিন আগে তিনি কাউনিয়া এলাকায় যান এবং রোববার বিকেলে বাড়িতে ফিরে আসেন। ফেরার কিছুক্ষণ পর সবার অগোচরে তিনি বিষপান করেন বলে জানা যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান আমার সকাল ২৪-কে বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি নির্মম ও রহস্যজনক এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে চলছে নানা আলোচনা।