
মোঃ আবু সালেহ রিয়াজ, নোয়াখালী |
৩০ অক্টোবর, বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্বারকলিপি দিয়েছে। স্বারকলিপিতে নভেম্বরে গণভোট আয়োজন, সংশোধিত আরপিও কার্যকর করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
দল জানিয়েছে, স্বারকলিপিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং কার্যকর সংসদ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারা অতীত অভিজ্ঞতার আলোকে ভোটকেন্দ্র দখল রোধ, কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা রোধের পক্ষে জোর দাবিও জানিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখ করেছে, দেশের সচেতন নাগরিক ও রাজনৈতিক দলগুলো তাদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে। স্বারকলিপি জমার আগে ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরে দলীয় জমায়েতে সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
দল আশা করছে, নির্বাচন কমিশন এই যৌক্তিক দাবিগুলো মেনে দেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে পদক্ষেপ নেবে।