
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানেও ১৫ নভেম্বর বিকেলে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে অভিযানে তাদের হেফাজত থেকে ৮০ বোতল স্কফ সিরাপ এবং ৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:
আবেদা খাতুন (৫৫), পঞ্চবডি, বৌবাজার, ভৈরব, কিশোরগঞ্জ।
স্বপ্না (৪২), পঞ্চবডি, বৌবাজার, ভৈরব, কিশোরগঞ্জ।
জরিনা বেগম (৩৫), কালিকা বসর, ভৈরব, কিশোরগঞ্জ।
সাইফুল ইসলাম (১৯), পুরাতন গদিগাঁও, সুনামগঞ্জ।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক চারটি মাদক মামলা রুজু হয়েছে।