
মিনহাজ উদ্দীন, আলীকদম
বান্দরবানের আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে ১নং সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শিকদারকে এসকে বেটার (স্কেভেটর)সহ আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাত আনুমানিক ৩টার দিকে আলীকদম সদর ইউনিয়নের পানবাজার পূর্ব পাশের ফরেস্ট অফিস সংলগ্ন পূর্ব পালং পাড়া এলাকায়। সেখানে কুদ্দুস নামে এক ব্যক্তির মালিকানাধীন পাহাড়ে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন অভিযান চালিয়ে ইলিয়াস শিকদারকে আটক করেন। তবে স্কেভেটরের ড্রাইভার মিজান পালিয়ে যান।
এর আগে, ২৩ অক্টোবর রাত ১২টার দিকে আলীকদম বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একই ব্যক্তির অবৈধ মাটি কাটার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ টাকা জরিমানা ও সতর্ক করে দেন। কিন্তু নির্দেশ অমান্য করে পরদিন আবারও পাহাড় কাটতে গেলে এই ব্যবস্থা নেওয়া হয়।
পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে ইলিয়াস শিকদারকে প্রধান আসামি, ড্রাইভার মিজান ও অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
আজ সকালে আটক ইলিয়াস শিকদারকে আলীকদম থানা পুলিশ বান্দরবান আদালতে সোপর্দ করেছে।