আজ শুরু হচ্ছে বৌদ্ধদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
আজ ৬ এবং আগামীকাল ৭ অক্টোবর দুই দিনব্যাপী শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
শুভ প্রবারণা পূর্ণিমা আশ্বিন মাসে পালিত হওয়ায় একে আশ্বিনী পূর্ণিমা নামেও ডাকা হয়। ‘প্রবারণা’ শব্দের অর্থ প্রকৃষ্টভাবে বরণ করা বা নিষেধ করা। বরণ অর্থে বিশুদ্ধ বিনয়াচারে জীবন পরিচালনা করা এবং নিষেধ অর্থে আদর্শ ও ধর্মাচারের পরিপন্থী কাজ পরিহার করাকে বোঝায়।
আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস ব্রত পালন করেন। বর্ষাবাস শেষে তারা একে অপরের কাছে নিজেদের দোষত্রুটি প্রকাশ করে প্রায়শ্চিত্তের আহ্বান জানান, যা আত্মশুদ্ধি ও আদর্শ বিনয়াচার পালনে সহায়তা করে।
ধর্মীয় তাৎপর্যের অংশ হিসেবে এই দিনে তথাগত গৌতম বুদ্ধ স্বর্গে মাতা মায়াদেবীকে ধর্মদেশনা প্রদান করেছিলেন। উৎসবের অংশ হিসেবে বৌদ্ধরা ফানুস উড়িয়ে বুদ্ধের মহত্ত্ব ও ধর্মকে আকাশে উড্ডীন করার প্রতীক প্রকাশ করেন। প্রবারণা শেষে প্রতিটি বৌদ্ধ বিহারে পালিত হয় কঠিন চীবরদান উৎসব।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) জানান, শান্তিপূর্ণভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপনের জন্য জেলার সব বিহারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বান্দরবান উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা বলেন, সাত উপজেলার বৌদ্ধ বিহার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় রেখে শান্তি ও সম্প্রীতিতে উৎসব উদযাপনের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে।