
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
আধ্যাত্মিকতা ও সুফিবাদের ঐতিহ্য বহনকারী তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল আজ (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। মাহফিলের উদ্বোধনী বয়ান করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান পীর সাহেবের, মাঝের বয়ান দেশসেরা উলামাদের।
চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের আয়োজনে ও বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে মাহফিলে সেবা দিবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। থাকবে অস্থায়ী হাসপাতাল, পাঁচটি অ্যাম্বুলেন্স, পুলিশ-আনসার নিরাপত্তা ও ফায়ার সার্ভিসের প্রস্তুত টিম।
দ্বিতীয় দিনে সকাল ১০:৩০টায় উলামা সম্মেলন এবং তৃতীয় দিনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।
গণমাধ্যম সমন্বয় করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।