শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ঝুনু (৪০) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৫ এপ্রিল) মধ্যরাতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুবায়ের আহমেদ ঝুনু ইসমাইলচক গ্রামের মোঃ ছন্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঝুনু জগন্নাথপুর থানা পুলিশের দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।