উখিয়া-টেকনাফের (লক্ষী) আসনে হাড্ডা হাড্ডি লড়াই শাহিনা আক্তার ও নুরুল বশরের
মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার): দ্বাদশ জাতীয় সাংসদ ২৪ এ সংসদীয় আসন (২৯৭) কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) লক্ষি আসনে নৌকা প্রার্থী শাহিনা আকতার ও ঈগলের সভাপতি নুরুল বশর প্রতিক নিয়ে প্রচারিত হচ্ছে দ্বিধায় বিজয় লক্ষ্য করে।
সরেজমিনে প্রত্যক্ষ দেখা মিলে ১/১১ ওয়ান ইলাভেন তত্ত্বাবধায়ক সরকারে অধিনে ২৯ ডিসেম্বর ২০০৮ নির্বাচনে আব্দুর রহমান বদি নৌকায় মনোনয়ন পেয়ে বিএনপি শাজাহান চৌধুরী হারিয়ে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে প্রথম বারের মত জয়লাভ করে।
একেবারে সাংসদ নির্বাচনে জয় করতে পারলেও জয় করতে পারেননি দলের নেতা কর্মীকে।
বাংলাদেশ স্বাধীনের পরবর্তীতে দেখা মিলে এই আসনে যিনি নির্বাচিত হয়েছেন, তারাই সরকার গঠনের দায়িত্ব প্রাপ্ত হয়েছে।
তারই লক্ষ নিয়ে (উখিয়া-টেকনাফ) লক্ষি আসনের কোমর বেঁধে নামছে দুই প্রার্থী সাবেক জাতীয় সাংসদ সদস্য জনাবা শাহিনা আকতার (নৌকার) প্রতিক নিয়ে ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল বশর (ঈগল) প্রতিক নিয়ে মাঠে নামে।
এদিকে পিছিয়ে নেই দলীয় মনোনয়ন বঞ্চিত টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফরম কিনে।
উলেখ্য যে, (উখিয়া-টেকনাফ) নির্বাচন এলাকা লক্ষি আসনে ৪জন প্রার্থী রয়েছে এবং সেখানে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্ধিতা চলছে।