ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিকে রাজনীতিমুক্ত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান তারা।
শিক্ষা অগ্রগতির বাধা রাজনীতি!
শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে রাজনীতির কারণে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। রাজনীতিমুক্ত পরিবেশ ছাড়া শিক্ষাগত অগ্রগতি সম্ভব না বলেও জানান তারা। ক্যাম্পাসে মৌলবাদী কর্মকাণ্ড রুখতেও নিজেরাই এগিয়ে আসবেন বলে জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
ছাত্ররাজনীতি বিরোধী আবেদন
প্রধানমন্ত্রীর কাছে সাধারণ শিক্ষার্থীরা বুয়েটকে ছাত্ররাজনীতির আওতা থেকে মুক্ত রাখার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিষিদ্ধকরণের ইতিহাস
২০১৯ সালের অক্টোবরে বুয়েটের তৎকালীন ছাত্রলীগের সদস্যদের হাতে নির্যাতনে নিহত হন শিক্ষার্থী আবরার ফাহাদ। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। এরপরেই ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুন, কথিত ডাক্তার মুনিয়া কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেলে পড়েননি!
হাইকোর্টের রায় ও আপিলের দাবি
গত সোমবার (১ এপ্রিল) হাইকোর্ট বুয়েটে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধকরণের প্রজ্ঞাপনটি স্থগিত করে দেয়।
এর বিরুদ্ধে আপিল করার জন্য শিক্ষার্থীরা বুয়েটের উপাচার্যকে আহ্বান জানিয়েছেন।
দীর্ঘদিনের দাবি
বুয়েট ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবি দীর্ঘদিনের। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এই দাবি আরও জোরালো হয়েছে।