" মাদক একটি অভিশাপ "
একে না বলি।
নুর হোসেন নীলফামারী,
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ যুবারাই একটি দেশের চালিকাশক্তি। যে কারণে
আমার আজকের এই প্রতিবেদন। নীলফামারী সদর উপজেলার ৩ নং খোকশাবাড়ি
ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ৯ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দা হরিদাস চন্দ্র রায়। হরিদাশের আছে একটি টং
দোকান। এই টং দোকান ঘিরেই
জমে উঠেছে মাদক সেবন এবং
জুয়ার আসর।
৷৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷ প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি উঠতি বয়সী ছেলেরা এখানে মাদক সেবন করে, জু
য়া খেলে,চিৎকার চেচামেচি করে
এমনটাই অভিযোগ এলাকাবাসির।গোপনে এবং প্রকাশ্যে এলাকার লোকজনের
সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। এলাকার মানুষ উদ্বিগ্ন। তাদের কোমলমতি সন্তানেরা কেউবা স্কুল পড়ুয়া, কেউবা কলেজ পড়ুয়া। এই গ্রামের মানুষ অত্যান্ত সহজ সরল। তারা প্রকাশ্যে আসতে
চায় না। তারা বিষয়টি প্রশাসনের
নজরে আনতে চায়। তারা প্রত্যাশা করে গণমাধ্যম একটি
শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে
সরকারের অনেক কাছে যাওয়া
যায়।