ঢাকা, ১১ জানুয়ারি: বাংলাদেশের সভাপতি এবং অধিনায়ক শেখ হাসিনা পুনঃপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়েছেন। এই দুপুরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠিয়েছেন। এই দিন মন্ত্রিসভা গঠনের জন্য নতুন সদস্যদের মধ্যে তাদের প্রত্যন্ত নিযুক্তিও ঘটেছে।
এখন মন্ত্রিসভার ৩৬ সদস্যের মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রিত্বে অধিকাংশ মহিলা হিসেবে প্রথমবারের মতো বৃদ্ধি হয়েছে। এখানে বর্ণিত মন্ত্রিত্ব শাখানুযায়ী বিভক্ত হয়েছে:
1. আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১)
2. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
3. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
4. আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
5. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
6. মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
7. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
8. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
9. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
10. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
11. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
12. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
13. র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
14. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
15. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)
16. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
17. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
18. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
19. মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
20. মো. জ
িল্লুল হাকিম (রাজবাড়ী-২)
21. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
22. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
23. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
1. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)
2. নসরুল হামিদ (ঢাকা-৩)
3. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)
4. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
5. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪)
6. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
7. জাহিদ ফারুক (বরিশাল-৫)
8. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
9. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)
10. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
11. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)
এই নতুন মন্ত্রিসভা গঠনের সাথে একই সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের কাছে শপথ প্রদান করেছেন। সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের নিজ নিজ শপথবাক্যে সই করেছেন।