সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম যাত্রীদের এবার মহানবী (সা.)-এর রওজা শরিফে বছরে একবারের বেশি যেতে দেওয়া হবে না। গালফ নিউজের প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম যাত্রীদের অনুরোধ করা হচ্ছে মহানবী (সা.)-এর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়ার জন্য নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে। আরও উল্লেখ করা হয়েছে, ভ্রমণের আবেদনকারী করোনা আক্রান্ত না এবং কোনও করোনা রোগীর সংস্পর্শে আসেননি এবং এটি নিশ্চিত করতে হবে।
মহানবী (সা.)-এর রওজা শরিফে পরিদর্শন এবং সেখানে প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে।
হজ ও ওমরাহ পালনে আসা মুসল্লিরা ছাড়াও মদিনায় অবস্থিত মহানবী (সা.)-এর রওজা শরিফ ভ্রমণে যান অনেকেই। তবে এ ভ্রমণের আগে অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে।
এই খবর জানানো হয়েছে মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে।