“নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা তারাও শাস্তি পাবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে যদি নাক গলাতে আসে, তারা সেটা মেনে নিতে রাজি নয়। বাংলাদেশ মানেনি এমনকি আমরা হয়নি।
শেখ হাসিনা বলেছেন, ‘নৌকাই দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। এই নৌকা হলো নুহ (আঃ) নবীর নৌকা। এই নৌকায় মানবজাতিকে রক্ষা করেছিলেন রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে, মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এই নৌকাই স্মার্ট সোনার বাংলা গড়ে তুলবে।’
শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ও বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, ‘দেশের বিভিন্ন স্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ হবে, দেশি-বিদেশি। কারণ, আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে, তারুণ্যের শক্তি, বাংলাদেশের অগ্রগতি। এই তারুণ্যকে আমরা উপযুক্তভাবে তৈরি করতে চাই স্মার্ট তরুণ সমাজ হিসেবে।’
তিনি বলেছেন, ‘যুব সমাজের জন্য কাজের ব্যবস্থা করেছি। কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস-এগুলোর ব্যবস্থা করে দিয়েছি। আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো, দিন বদলের সনদ দিয়েছিলাম, বাংলাদেশ ১৫ বছরে বদলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন হবে, যেটা আমাদের আর্থিক প্রযুক্তি।’