চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্রের বাতিলের পর আপিল করেন। তার আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) মাহির মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেছে। তার প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে, আজকেই জিতে গেছি—এমন একটা ফিল পাচ্ছি। এখন আর কোনো দিকে তাকানোর সময় নেই, ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। প্রত্যেকের হাত আমার মাথার ওপরে রাখতে হবে।’
মাহি বিশ্বাস প্রকাশ করেছেন যে তিনি ন্যায্যবিচার পেয়েছেন এবং সেই নিশ্চিততার জন্য তাঁর জীবনে খুব ভালো লাগছে। এ আগে মাহি নির্বাচনী এলাকায় ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন। তবে তার প্রার্থনা পত্রটি গতিকে অভিযোগ করে বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে মাহি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে প্রার্থনা ফেরত পেয়েছেন।
এই বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহি প্রাথমিকভাবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, কিন্তু সেখান থেকে মনোনয়ন পাননি। তারপর তিনি রাজশাহী-১ আসন থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।