অবশেষে এ বিয়ে হয়ে গেলো ৩৬ ইঞ্চি লম্বা আব্বাস-সনীয়ার।আমার সকাল 24
বাগেরহাট জেলার রামপাল উপজেলা দারিদ্র্য মোক্তার আলীর ছেলে আব্বাস, যার উচ্চতা ৩ ফিট মানে ৩৬ ইঞ্চির কাছাকাছি। তার লম্বা কম হওয়া তার জীবন কে থামিয়ে দিতে পারিনি। সে রামপাল স্কুল থেকে এসএসসি ও রামপাল সরকারি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন।
তার কাছে কেউ বিয়ে করার কথা জিগ্যেস করলেন বলতেন তার মতো কাউকে পেলে বিয়ে করবেন। অবশেষে এ দেখা মেলে সনীয়ার। জার উচ্চতা ও আব্বাস আলীর মতোই ৩ ফিট মানে ৩৬ ইঞ্চি।
সোনিয়ার বাড়ি খুলনা সোনাডাঙ্গা পাশেই বস্তিতে। তাদের পারিবারিক ভাবে দুই পরিবারের সাথে কথা হয়ে বিয়ে হয়েছে ৩ নভেম্বর।
তাদের বিয়ে ধুমধাম করে হয়। তাদের দেখতে আশেপাশের অনেক লোক দেখতে আসেন।
দরিদ্র ভ্যান চালক পিতা মোক্তার শেখ সামান্য একখন্ড জমিতে বসবাস করেন। ছেলেকে খুব কষ্ট করে লেখা পড়া শিখিয়েছেন। তার বাড়ীর সবার সখ আব্বাসকে তার মত একজন পাত্রীর সাথে বিয়ে দিবেন। আব্বাস ও বিয়ে করতে আগ্রহী হয়। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়। কথা শুরু হয় দুই পরিবারের সাথে।