ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৪: আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেতা মিশা সওদাগর। তার সাথে সাধারণ সম্পাদক পদে থাকবেন ডিপজল।
আরও পড়ুন, খাঁটি মধু চিনব কীভাবে?
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই জুটির ঘোষণা দেন মিশা। ছবিতে দেখা যায়, ডিপজল ও মিশা একে অপরের হাত ধরে রেখেছেন। ক্যাপশনে মিশা লেখেন, "ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।"
এ বিষয়ে ডিপজল গণমাধ্যমে বলেন, "আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।"
আরও পড়ুন, ফ্রি টাকা ইনকামের ৫টি সহজ উপায়
উল্লেখ্য, শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে, বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
মিশা-ডিপজল প্যানেলের লক্ষ্য:
বসন্তময় অঙ্গনের স্বপ্ন:
মিশা-ডিপজল প্যানেল শিল্পী সমিতির অঙ্গনকে বসন্তময় করে তোলার স্বপ্ন দেখে। তাদের লক্ষ্য, সকল শিল্পীদের ঐক্যবদ্ধ করে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা।
আশার আলো:
মিশা-ডিপজল প্যানেলের ঘোষণায় শিল্পী অঙ্গনে আশার আলো দেখা গেছে। শিল্পীরা আশা করছেন, এই জুটি চলচ্চিত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।