বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার নাথিংঝিরি এলাকায় অমন্তসেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন।
অমন্তসেন তঞ্চঙ্গ্যা পেশায় একজন টমটম চালক ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। দুই দিন পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তার লাশ সাঙ্গু নদীতে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
পরে তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। ঘটনার পেছনের মূল উদ্দেশ্য ও অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম, জিনিয়া চাকমা, মান্না দে এবং রোয়াংছড়ি থানার ওসি মোঃ এম সাকের আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।