নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অস্ত্র ও পুলিশের পোশাকসহ ভুয়া পুলিশ পরিচয়দানকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্টে বগুড়া থেকে রাজশাহী অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এতে একটি ডেমো পিস্তল, দুইটি শর্টগান, দুইটি হ্যান্ডকাফ এবং ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুটিংয়ের কথা বললেও পরবর্তীতে স্বীকার করে, নওগাঁর মান্দা থানার গোবিন্দপুরের বাসিন্দা সোহেল রানা ও তার পরিবারকে অপহরণের উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে।