ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ
জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকায় শোলমারা মিনি স্টেডিয়ামে। উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় জেলা প্রশাসক জনাবঃ– ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবঃ মো: কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী, উক্ত খেলার আয়োজক কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সজল, সহ- সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুরুজ, কোষাধ্যক্ষ মোঃ এম,আবদুল্লাহ স্যার, জেলা ফুটবল এসোসিয়েশন এর সম্মানিত সদস্য জনাবঃ আবু রায়হান,পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আ,ম,ম,আবদুল হক জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ-হাসান আল মামুন সহ আরও অনেকেই। আজকের এই উদ্বোধনী ফুটবল লীগ খেলায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার দল ও কিশোরগঞ্জ জেলার দল। উক্ত খেলায় চাঁদপুর জেলার দল ২-১ গোলে কিশোরগঞ্জ জেলার দল কে পরাজিত করে। উক্ত খেলায় পৃষ্ঠপোষকতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ঢাকা।